ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
দৈনিক বিজয়ের কণ্ঠ’র সকল প্রতিবেদক, প্রতিনিধি, সংবাদকর্মী, পাঠক, বিজ্ঞাপন দাতা ও শুভাকাক্সিক্ষসহ সিলেটেবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জে. এ কাজল খান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে দেশের সকল মানুষের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। তবুও আশায় বুক বেধে আমাদের নিজ নিজ পরিবারের সাথে ঈদের আনন্দকে ভাগ করে নিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কুশল বিনিময় করতে হবে। ঈদে কারো সাথে কোলাকুলি করা যাবে না। সম্ভব হলে ঈদের নামাজ আদায় করে ঘরেই অবস্থান করুন। কোথাও বেড়াতে যাওয়া বা কাউকে বাসায় দাওয়াত করা থেকে বিরত থাকুন।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দরিদ্র মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়ান। ঈদের আনন্দ যাতে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে, সাধারণ মানুষ যাতে পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেদিকে নজর দিন। সেই সাথে দুঃখ দৈন্যতা ভুলে ধনী, গরিব, আমির, ফকির নির্বিশেষে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host