সিলেটে মাইন বিস্ফোরণ ঘটায়নি শেভরন : গুজব

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

সিলেটে মাইন বিস্ফোরণ ঘটায়নি শেভরন : গুজব

বিজয়ের কণ্ঠ ডেস্ক
‘সিলেটে দফায় দফায় ভূমিকম্প হয়নি, বরং শেভরনের মাইন বিস্ফোরণের কারণেই এমন কম্পন অনুভূত হয়েছে’ এমন একটি স্ট্যাটাস শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরন।

 

একই স্ট্যাটাসে সিলেট সিটি করপোরেশনকে জড়িয়ে বলা হয়েছে, “শেভরন অনুমতি না নিয়ে গতকাল শনিবার এমন বিস্ফোরণ ঘটানোর কারণে আজ (রোববার) কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য নগর ভবনে ডেকেছেন সিসিক মেয়র।” এমন তথ্যকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন নগর পিতা আরিফুল হক চৌধুরী।

 

রবিবার দুপুরে নিজেদের বক্তব্যের মাধ্যমে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান।

 

শনিবার সকাল সাড়ে ১টা থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা ভূকম্পন অনুভূত হয় সিলেট নগরসহ পার্শ্ববর্তী অঞ্চলে। সকাল ১০ টা ৩৬ মিনিট, ১০টা ৫০, ১১টা ৩০ মিনিট, ১১টা ৩৪ ও বেলা ১টা ৫৮ মিনিটে সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শনিবার দফায় দফায় ভূমিকম্পের পর যখন বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন ঠিক এমন সময় কিছু ফেসবুক ব্যবহারকারী গুজব রটাতে থাকেন ফেসবুক জুড়ে। যার শুরু হয় সিলেটের দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। মূহুর্তের সে লিখা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

সিলেটটুডের পাঠদের জন্য লিখাটি হুবহু তুলে ধরা হল, “আমরা সবাই জানি আজকে সিলেটে পাঁচ অথবা সাত বার ভূমিকম্প হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে একবারও ভূমিকম্প হয়নি, যে কম্পনটুকু হয়েছে সেটা হল সিলেটস্থ শেভরন কোম্পানি তাদের ৩ক এরিয়ায় মাইন বিস্পোরণ ঘটিয়েছে কূপ খননের জন্য, এ বিস্কোরণের সময় সারা সিলেট শহরে কেঁপে উঠেছে, আবহাওয়া অফিস ও ইলেকট্রনিক মিডিয়া তা না জেনে এটাকে ভূমিকম্প হিসেবে প্রকাশ করছে, কোন পূর্ব ঘোষণা ছাড়া শেভরন উক্ত বিস্পোরণ ঘটানোর কারণে আগামীকাল তাদের কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য ডাকা হয়েছে নগর ভবনে, জাতি আগামীকালই (রোববার) বিস্তারিত জানতে পারবে।”

 

তবে এই স্ট্যাসাসদাতা দেলোয়ার হোসেনের সাথে সিলেটটুডে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করেও যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনি।

 

এদিকে বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরনের পক্ষ থেকে এক বার্তায় জানানো সিলেটটুডেকে জানানো হয়, গতকাল শনিবার সিলেটে দফায় দফায় যে ভূ-কম্পন অনুভূত হয়েছে এতে সিলেটে শেভরন পরিচালিত গ্যাস ফিল্ডের অভ্যন্তরেও কম্পন অনুভূত হয়েছে।

 

তারা আরও জানায়, শেভরন নিশ্চিত করছে সিলেটে গতকাল যে কাঁপুনি অনুভূত হয়েছিল সেগুলির সাথে উত্তর-পূর্ব বাংলাদেশে শেভরন পরিচালিত তিনটি গ্যাসক্ষেত্রের কোন সম্পৃক্ততা নেই। এছাড়া ভূমিকম্পের মতো প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া দুর্যোগগুলোর জন্য শেভরনের জরুরীভাবে প্রস্তুত রয়েছে। এদিকে শেভরনের অভ্যন্তরে ভূমিকম্পের প্রস্তুতি এবং প্রশিক্ষণ তাদের প্রোটোকলের নিয়মিত অংশ।

 

অপর দিকে বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শেভরনকে ডাকার প্রশ্নেই উঠে না। কারণ আমাদের আবহাওয়া অধিদপ্তর ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন ভূমিকম্প জৈন্তাপুর থেকে উৎপত্তি। তিনি আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে বিষয়গুলো দেখে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ শেভরন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা সুস্পষ্টভাবে জানিয়েছেন তাদের এখানে এই ধরণে কোনো কিছু হয়নি। এটা সত্য নয়।

 

সিসিক মেয়র বলেন, কোনো কিছু না যেনে, সত্যতা নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ছড়িয়ে দিয়ে মানুষকে আতঙ্কিত করে থাকেন তাদের ব্যাপারে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। এসব গুজব তৈরি করা থেকে বিরত থাকুন।
তিনি আররও বলেন, আমি নিজে তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমার সাথে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন, শেভরন আমাদের নিশ্চিত করেছে তারা এমন কোন কাজ করেনি, বিষয়টি গুজব এবং যারাই গুজব ছড়িয়েছে তাদের বলল এমন গুজব যেন আর না ছড়ানো হয়, তা না হলে আমরা গুজব রটনাকারীকে সাইবার আইনের ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ বলেন, এটা গুজব গতকাল রাত থেকে যারা এই শেভরন বিরুদ্ধে এমন কথা বলেছেন সেটি ভিত্তিহীন, তারা আমাদের নিশ্চিত করেছে তারা এমন কোন কার্যকলাপ করেনি বরং টানা কয়েক-দফা ভূমিকম্পে তারা নিজেরাও শঙ্কিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর