ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১১ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৩৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন।
একই সময়ে সিলেট বিভাগে আরও ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮৭ জন, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারের ১৪ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৩ জনের করোনা শনাক্ত হয়।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮১৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৯৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২৪, হবিগঞ্জে ২ হাজার ৫০৮ এবং মৌলভীবাজারে ২ হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৮২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ৪ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৬ জন। এরমধ্যে সিলেট জেলার ১৪ হাজার ২৫৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৩৩৬ জন সুস্থ হয়েছেন।
বুধবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ২১৪ জন। এরমধ্যে সিলেটে ২১৪, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০ জন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে বুধবার (২ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৩০ হাজার ৭০ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৯ হাজার ৫৬৩ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০৭ জন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host