ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। একইসঙ্গে বাড়ছে প্রাণহানির ঘটনা। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৬। তবে বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু সিলেট জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৩৪৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারে ৩০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৩ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৮ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৫৩ জন, সুনামগঞ্জের দুই জন, হবিগঞ্জের পাঁচ জন, মৌলভীবাজারের ছয় জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন। এরমধ্যে ৬৫ জন সিলেটের বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সাত জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৮ জন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host