ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। সেই সাথে দুইজনের প্রাণহানিয় হয়েছে মহামারি করোনায়। শেষ ২৪ ঘণ্টায় ৩০২ জনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে করোনা জয় করেছেন ১০৫ জন।
শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ প্রতিবেদন থেকে জানা যায়, নতুন শনাক্ত ৩০২ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৭ জন। আর মৌলভীবাজার ৫২ জন। এছাড়া, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ প্রতিবেদন থেকে আরও জানা যায়, গেলো ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৬ জন। মৌলভীবাজারে ৩ জন ও সুনামগঞ্জে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৮ জন ভর্তি রয়েছেন।
এ বিভাগে এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০৫ জন। তার মধ্যে সিলেট জেলার ৮২, সুনামগঞ্জের ২ ও মৌলভীবাজারের ২১ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬৮৫ জন।
সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৩ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host