ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ন্যায় সিলেটেও ফের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর আবার টিকা প্রদান শুরু হওয়ায় কঠোর লকডাউনের মধ্যেও টিকাকেন্দ্রে ভিড় করেন গ্রহিতারাও। বিশেষত ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় ছিলো সবচেয়ে বিশে। টিকা গ্রহিতাদের ভিড়ের কারণে লঙ্ঘিত হয় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধির নির্দেশনা।
তবে, মঙ্গলবার প্রথমদিনে সিলেট নগরের দুটি টিকা দান কেন্দ্রে ১হাজার ৬৬৩ জন সেবাগ্রাহী টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ১ হাজার ৪১৩ জন এবং সিলেট পুলিশ হাসপাতালে ২৫০ জন টিকা গ্রহণ করেন।
সিলেট সিটি করেপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে সিলেটে মর্ডানার টিকা প্রদান শুরু হয়েছে। প্রথমদিনে ১হাজার ৬৬৩ জন টিকা নিয়েছেন। আমরা যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে ও ভিড় এড়িয়ে টিকা কার্যক্রম পরিচালনা করছি। ভিড় এড়ানোর জন্য নগরে আরও ৯টি টিকাদান কেন্দ্র চালুর প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে দিয়েছি। তবে এ ব্যাপারে গ্রহিতাদেরও সচেতন হতে হবে।
জাহিদুল ইসলাম জানান, যুক্তরাস্ট্রের কোভ্যাক্সের মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা নগরীতে এসেছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলাচলে বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে পারবেন নাগরিকরা। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এবং টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না।
এরআগে রোববার দুপুরে নতুন করে ৬৪ হাজার ২শ’ ডোজ করোনা ভ্যাকসিন সিলেট এসে পৌঁছে। সিলেটের সকল উপজেলায়ও টিকা প্রতদান করেছে বলে জানান সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host