ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ২১৫ জন। সোমবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৭ জন সিলেটের ও দুই জন সুনামগঞ্জের বাসিন্দা। এ ছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন মারা গেছেন।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮১, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ৩৩ ও মৌলভীবাজারের ৫২ জন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৪২১ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ৪১৭, সুনামগঞ্জে ৫ হাজার ৯৪৯, হবিগঞ্জে ৬ হাজার ১৭৪ ও মৌলভীবাজারে ৭ হাজার ৫১৫ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৪হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্যমতে, সিলেটে করোনায় মোট ৯৯৬ জন মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭২১, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ৭০ ও ওসমানী মেডিকেলে ৯০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩৭৫ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬ জন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host