ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে মাদকসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ, ৩৫৫ লিটার চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়। গত শনিবার থেকে রোববার দিবাগত রাত পর্যন্ত এই অভিযান চলে।
সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিলেট এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান এলাকায় অভিযান চালিয়ে মো. জবুল নূর (৫৫), রুহেল আহমদ (২৭), মো. বাবুল (৫০) ও মো. সোহাগ মিয়াকে (২৭) ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে রুহেল আহমদ (৩১) ও মো. বদরুল ইসলামকে (২৭) ২০ লিটার চোলাই মদ উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।
রোববার রাতে বুরজান চা বাগান এলাকা থেকে মো. সুরুজ মিয়া (৪৫), মো. ফয়জুল হক (২৬) ও মো. সাদেককে (২৪) ২০ লিটার চোলাই মদ উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়। এরআগে শনিবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নয়াপাড়া ৯ নম্বর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মাঠলাইন গ্রাম এলাকা থেকে ১৭০ লিটার দেশী চোলাই মদসহ সঞ্জয় তেলেঙ্গাকে (২৭) গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ৫৫ লিটার দেশীয় চোলাই মদ জব্দসহ মো. এনামুল হককে (২৪) গ্রেপ্তার করা হয়। একই দিন শ্রীমঙ্গল পৌর শহর থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ বুল¬ু রিকাশনকে (৩১) গ্রেপ্তার করেন। শনিবার শ্রীমঙ্গল থানার ধলুছড়া এলাকা থেকে ৩৩ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host