ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটে করোনায় শেষ ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৭৩ জনের। নতুন করে করোনায় প্রাণ হারানোদের মধ্যে ৭ জন সিলেট জেলার, ১ জন মৌলভীবাজার জেলার ও ১ জন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৪৪ জন, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৫ শত ২৪ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ৯ শত ৬৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ২ শত ৮৪ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬ শত ৮৮ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৫ শত ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ১০৫২ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৭৬৭ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭১ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৯৬ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ১৬৭ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪ জন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host