ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে কমেছে মৃত্যু। এ সময় ৭ জনের মৃত্যু ও ২৯০ জন শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৮১৪ জন।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনন্দিন তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গতকাল রোববার অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু ১৭৩ জন আক্রান্ত হয়েছিল।
তথ্য বিবরণী থেকে যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২০ দশমিক ৭৭ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ, সুনামগঞ্জে ১০ দশমিক ৭১ শতাংশ, হবিগঞ্জে ২৭ দশমিক ৩৭ শতাংশ এবং মৌলভীবাজারে ২০ দশমিক ৭৪ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ২৯০ জনের মধ্যে ৭৯ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৫৬৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৪৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭২৭ জন রয়েছেন।
একই সময়ে সিলেটে ২৫৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১২৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৫ জন, হবিগঞ্জের ৪ জন ও মৌলভীবাজার জেলার ৭৩ জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত ৪৩ হাজার ৩৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ১৫৬ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭৬৩ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৬৮ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৭ জনের ৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া একজন মৌলভীবাজার জেলায় মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৪৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের ৪১ জনই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৫০৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৯ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন আছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host