ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রদূত, জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক, বৃহত্তর সিলেটের কৃতী সন্তান মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও রক্তদান কর্মসূচি পালন করেছেন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে সিলেট জেলা শাখার উদ্যোগে হযরত শাহজালাল (রহঃ) এর দরগাহ সংলগ্ন গোরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়। পরে সকাল ১০টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনারে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মো. জাকির হোসেন ও যুগ্ম-আহ্বায়ক ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সদস্য ফয়সাল মাহমুদ (অতিরিক্ত ডিআইজি), সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, আব্দুল আজিম জুনেল, আব্দুর রব হাজারী, সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাছিত, আব্দুল কাইয়ুম জুয়েল, মো. ফাহিম আহমদ, রায়হান রনি ও লব চন্দ্র।
শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে শহিদমিনারে রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন জুয়েল আহমদ, নুরুজ্জামান, সিরাজুল ইসলাম মিরাজ, নসু ভৌমিক, রনবীর দাস রনি, মোসাদ্দেক মুসা প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host