ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হল এবং সিটি কর্ণারের সহযোগিতায় ২দিন ব্যাপি ফটোসাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন ইবনে লস্কর রাব্বির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক ও কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হল’র সত্ত্বাধিকারী হুমায়ুন আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি আতাউর রহমান আতা, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ। প্রশিক্ষকের বক্তব্য রাখেন প্রখ্যাত ফটো সাংবাদিক আবির আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ফটো সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই। ফটো সাংবাদিকতা একটি গুরুতপূর্ণ পেশা। ছবি তোলার মাধ্যমে ফটো সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পেশাদারিত্ব মাথায় রেখে সাংবাদিকদের কাজ করতে হবে। একটি ছবি দেশের ইতিহাস, ঐতিহ্য বহন করে। ভবিষৎ প্রজন্ম ছবির মাধ্যমে পূর্বের প্রজন্ম, ইতিহাস, ঐতিহ্য সর্ম্পকে ধারণা পায়। ছবি মানুষের চিন্তা-চেতনা ও বিবেকে জাগ্রত করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু বকর, নির্বাহী সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, শাহ মোহাম্মদ কয়েস আহমদ, সংকর দাস, মাহমুদ হোসেন, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, নুরুল ইসলাম, আনিস মাহমুদ, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, এইচ এম শহিদুল ইসলাম, রেজা রুবেল, পল্লাব ভট্যাচার্য, আব্দুল খালিক, মোঃ আজমল আলী, মামুন হোসেন, মো: একরাম হোসেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host