ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩
সিভিল সার্জনের কার্যালয় সিলেটের উদ্যোগে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
সিভিল সার্জন এসএম শাহরিয়ার সভাপতিত্বে ও এম ও সিএস ডাক্তার স্বপ্নীল সৌরভ রায়ের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রিসোর্স পারসন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত, ফ্যাসিলিটেটর স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার এম ও ডি সি আহমেদ শাহরিয়ার, ডাক্তার মায়মুন নাহার, ডাক্তার স্নিগ্ধা তালুকদার, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, ইলেক্ট্রিক জার্নালিস্ট মিডিয়া (ইমজা)’র সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সিনিয়র সাংবাদিক আফতাব উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুহিত, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ।
এই সময় গত ১০ বছরে বাংলাদেশের সর্বত্র সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুর কারন, সংখ্যা ইত্যাদি পরিসংখ্যান তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনগণ ও সকল পর্যায়ের মানুষের করণীয় সম্পর্কে তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host