ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট সরকারের মত অন্তর্বর্তীকালীন সরকারও সকল ক্ষেত্রে সিলেটের সাথে বৈষম্য করছে। তাই অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে সিলেটের নাম বাদ দেওয়া হয়েছে। আর নেতৃত্বের অভাবে এই বৈষম্যের শিকার হতে হচ্ছে সিলেটকে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কুমারপাড়াস্ত নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রকল্প বেশ প্রশংসিত হয়েছিলো। কিন্তু পরে তা সিলেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সিলেট কোম্পানীগঞ্জ বাইপাস সড়কের বিমানবন্দর থেকে বাধাঘাট পর্যন্ত এখনো হয়নি। ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়কের ভূমি অধিগ্রহণ এখনো শেষ হয়নি। এই মহাসড়কের ২৩ কিলোমিটার জায়গা অধিগ্রহণের প্রয়োজন নেই, কিন্তু সেই জায়গায়ও কাজ শুরু হয়নি।
আরিফুল হক চৌধুরী বলেন, শুধু তাই না বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য জায়গায় যেখানে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সেখানে সিলেটের কোন প্রকল্প নেই। এছাড়া প্রবাসী অধ্যুষিত সিলেটের বিমান ভাড়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৈষম্য। ফ্যাসিস্ট সরকারের মত অন্তর্বর্তীকালীন সরকারও সিলেটের সাথে বৈষম্য করছে। আর যোগ্য নেতৃত্বের অভাবে এই বৈষম্যের শিকার হতে হচ্ছে সিলেটবাসীকে। এমনটি চলতে থাকলে সিলেটের মানুষ জানে কিভাবে তাদের অধিকার আদায় করে নিতে হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host