ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপিদের মাঝে সম্মানী ভাতা প্রদান করছেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এস.এম এনামুল হক।
ডেস্ক প্রতিবেদন
সিলেট বিভাগের চার জেলায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যদের পর্যায়ক্রমে বেতন-ভাতা প্রদান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার মিরাবাজারস্থ আনসার-ভিডিপি’র কার্যালয় থেকে সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এস.এম এনামুল হক আনসার-ভিডিপিদের বেতন-ভাতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট আনসার-ভিডিপি’র সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া, প্রশিক্ষক রূপক তালুকদার ও মনিটরিং মাঠ কর্মী হুমায়ুনের উপস্থিতিতে এ বেতন-ভাতা প্রদান করেন।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৬ দিন আনসার-ভিডিপি সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপিদের যাতায়াত, দৈনিক হাজিরা ও খাওয়া সব মিলিয়ে মোট প্রত্যেক পিসি পেয়েছেন ৫,৫০৭ টাকা ও সাধারণ আনসার-ভিডিপি পেয়েছেন ৫,০৬৭ টাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপির ভূমিকা প্রশংসণীয় বলে মন্তব্য করেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এস.এম এনামুল হক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host