ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫
রায়হান, দিরাই
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার ২৯(জুন) বেলা ১টায় পৌর কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
প্রস্তাবিত বাজেটে ১৪ কোটি ৩৭ লক্ষ ৪২ হাজার ৬৯৯ টাকা বরাদ্দের ঘোষণা করেন সভার সভাপতি, দিরাই পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর। এতে অবকাঠামো নির্মাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ ১০ কোটি ৫৭ লক্ষ টাকা বলে তিনি উল্লেখ করেন।
সভাপতি তার বাজেট ঘোষণায় জানান, বাজেটে রাজস্ব আয় ৩ কোটি ১৩ লক্ষ ১৫ হাজার, রাজস্ব ব্যয় ৩ কোটি সাত লক্ষ ৯০ হাজার টাকা এবং সরকারি ও অন্য উন্নয়ন হিসাব খাতে ১১ কোটি ২৯ লক্ষ ৫২ হাজার ৬৯৯ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উন্নয়ন ব্যয় ১১কোটি ২৩ লক্ষ টাকা ধরা হয়েছে।
বাজেট উন্মুক্ত করন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইফতেখার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিফ ইশমাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর ইসলাম খান, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা জামাত ইসলাম সভাপতি আব্দুল করিম, জমিয়তে ওলাময়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক হাজী নুর মিয়া, আশরাফ আহমেদ, দিরাই প্রেসক্লাব আহ্বায়ক সোয়েব হাসান, দিরাই প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহবায়ক উবায়দুল্লাহ্ তাহমিদ, দিরাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আকরাম হোসেন অনিক পৌর হিসাব কর্মকর্তা আশিষ রায়, প্রধান সহকারী মুহিবুর রহমান, সহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এসময় পৌরপ্রশাসক অভিজিৎ সুত্রধর বলেন, সবার সহযোগিতায় আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও সার্বিক সৌন্দর্য বর্ধনে ড্রেন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সম্মানিত পৌরবাসী নিয়মিত পৌর কর প্রদান করে পৌরসভার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশা করি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host