অবৈধভাবে বালু উত্তোলনে চিলাই নদে ভয়াবহ ভাঙন : এলাকাবাসীর মানববন্ধন-ক্ষোভ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

অবৈধভাবে বালু উত্তোলনে চিলাই নদে ভয়াবহ ভাঙন : এলাকাবাসীর মানববন্ধন-ক্ষোভ

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারা উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

এই পরিস্থিতিতে নদীভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আজ সোমবার (৩০ জুন) দুপুরে দোয়ারা সদর ইউনিয়নের রায়নগর গ্রামের নদীর তীরের বাসিন্দারা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। নদীতীরবর্তী এলাকায় আয়োজিত এই মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোছাঃ আছমা বেগম, আইয়ুবুন নেছা, হরিবুন নেছা, বাবুল মিয়া, নুরুল মিয়া, মজিদ মিয়া, হাবিজ মিয়া, মাওলানা আব্দুল ছোবান, কালা মিয়া, আলামিন মিয়া ও আব্দুর নুর।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হয়ে আশপাশের গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। দিনের পর দিন বসতভিটা, কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তারা অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত হস্তক্ষেপ না হলে আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানান বক্তারা।

মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে একটি প্রতিনিধি দল দোয়ারা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত দরখাস্ত জমা দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন,
“এলাকাবাসী বিষয়টি আমাদের অবগত করেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং টেকসই নদীভাঙন প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর