ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডস-এ অনুষ্ঠিতব্য আফ্রিকার সব কয়েকটি দেশের সমন্বয়ে বৃহত্তর আন্তর্জাতিক আফ্রিকান লিডারশীপ সামিট ২০২৫ ইং এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এশিয়ার মধ্যে নির্বাচিত হয়েছেন সিলেটের মেধাবী শিক্ষার্থী,সামাজিক ব্যাক্তিত্ব ও আন্তর্জাতিক যুব আইকন জয়নুল হুসেন তুহিন।
সামিটের মূল উদ্দেশ্য হলো আফ্রিকার ৫৪টি দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক,বিশ্বের তরুণ যুব আইকনদের সঙ্গে বৃটেন এবং আন্তর্জাতিক বিশ্বের অংশীদারিত্ব জোরদার করা এবং যুব উন্নয়নমূলক বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের সাথে আলোচনা করা।তাছাড়া উক্ত সামিটে দুটি আন্তর্জাতিক যুব উন্নয়নমূলক প্রজেক্ট প্রধান হিসেবে কাজ করার জন্য বৃহত্তর এশিয়ার মধ্যে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেধাবী মুখ ও তরুণ আইকন জয়নুল হুসেন তুহিন।
এই সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে তুহিনের অংশগ্রহণ শুধু ব্যক্তিগত আন্তর্জাতিক সাফল্য নয় বরং বাংলাদেশের আন্তর্জাতিক নেতৃত্ব ও উদ্ভাবনী ভাবনার পরিচায়ক।যে জায়গায় তুহিন শুধু বাংলাদেশ নয় পুরো এশিয়ার প্রধান হিসেবে কাজ করবেন।
যুব আইকন তুহিন একাধিক আন্তর্জাতিক ফরমেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।নিজের কৃতিত্বের জন্য বিশ্বের বিভিন্ন দেশে সম্মাননা অর্জন করেছেন।এবার তিনি অংশ নেবেন আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বিভিন্ন নেটওয়ার্কিং সেশন,রাউন্ডটেবিল আলোচনা ও নেতৃত্বমূলক ডায়ালগে,যেখানে উঠে আসবে যুব নেতৃত্ব, আন্তঃমহাদেশীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক বিশ্বে দক্ষিণ এশিয়ার অংশগ্রহণ।
হাউস অফ লর্ডসে আয়োজিত এবারের আফ্রিকান লিডারশীপ সামিটে অংশ নিতে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও নীতিনির্ধারকরা। অতিথি তালিকায় রয়েছেন তাঞ্জানিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. জাকায়া কিকওয়েতে, মিশরের উপ-অর্থমন্ত্রী আহমেদ কৌশুক, সোমালিয়ার অর্থমন্ত্রী বিহি ইমান এগেহ, যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড ডলার পোপাট এবং ব্যারোনেস স্যান্ডি ভার্মা এছাড়া অংশ নিচ্ছেন ভোডাফোন গ্রুপ এর নির্বাহী এবিনেজার আসান্তে, বতসোয়ানার পর্যটন মন্ত্রী ফিল্ডা নানি কেরেং, এবং এশিয়ান আফ্রিকান বিজনেস কাউন্সিল এর সিইও রাহুল ঘোষ। সম্মেলনে আরও উপস্থিত থাকবেন মাইক্রোসফট, শেল, গুগল আফ্রিকা, হুয়াওয়ে, স্ট্যান্ডার্ড ব্যাংক-এর মতো আন্তর্জাতিক কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন আফ্রিকান দেশের রাষ্ট্রদূত, ইউকে-আফ্রিকা বিজনেস কাউন্সিল, গণমাধ্যমের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক থিঙ্ক-ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদস্যরা। এই বিশাল পরিসরের অতিথিদের উপস্থিতি সামিটটিকে বিশ্বমানের নেতৃত্ব ও অংশীদারিত্বের এক অনন্য মঞ্চে পরিণত করেছে।তুহিনের অংশগ্রহণ ইউকে ও আফ্রিকা–সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের তরুণ প্রজন্ম ও যুব নেতাদের জন্য যোগাযোগ ও অংশীদারিত্ব গঠনের সুযোগ তৈরি করতে পারবে।
য্বু আইকন তুহিন জানান এই সম্মেলনে অংশগ্রহণ আমার এবং আমার দেশের জন্য যেমন গর্বের তেমনি দায়িত্বের। আমি চেষ্টা করব বাংলাদেশ ও বিশেষ করে আমাদের তরুণদের উদ্যোগ, উদ্ভাবন ও নেতৃত্বকে বিশ্বের দরবারে তুলে ধরতে।
সিলেটের তুহিন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলেছেন। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এবারের সম্মেলনে তাঁর অংশগ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বিশ্ব মঞ্চে গর্বের একটি নতুন অধ্যায় রচনা করবে।
তিনি বলেন আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তায়ালার প্রতি।আমার শূন্য থেকে আজকের এই অবস্থানে পৌঁছাতে আমার মা-বাবার দোয়া এবং আল্লাহর অশেষ দয়া রয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, আমার মতো একজন সাধারণ মানুষকে এশিয়ার মধ্যে থেকে আন্তর্জাতিকভাবে মনোনীত করার জন্য। এ প্রাপ্তি আমার দায়িত্ব ও পরিধিকে আরও বিস্তৃত করেছে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ অবদান রাখতে পারি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host