ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সরকারী খাদ্যগুদামের বিতর্কিত সেই এলএসডি সুলতানা পারভীন কে চট্টগ্রাম বদলী করা হয়েছে। গত ৩ জুলাই খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মোঃ মনিরুল ইসলামের সাক্ষরিত এক আদেশে তাকে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এর অধীনে ন্যাস্ত করার তথ্য পাওয়া গেছে খাদ্য অধিদপ্তরের ওয়েব সাইটে।
সুলতানা পারভীনের বিরুদ্ধে ধান সংগ্রহের নামে অনিয়ম-দূর্নীতি, সিন্ডিকেট ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উটেছিল। এ বিষয়ে গত ২৪ জুন জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরেও তিনি ছিলেন বহাল তবিয়তে। এমন কি বিষয়টি ধামাচাপা দিতে তার লোকজন দিয়ে অপপ্রচার সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করেছেন। এখনো তিনি বদলী টেকাতে মরিয়া হয়ে উটেছেন বলে গোপন সুত্রে জানা গেছে।
সুলতানা পারভীন সরকারী নিয়ম নীতির তুয়াক্কা না করে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অংকের ঘুষ ক্যালেঙ্কারির মাধ্যমে ধান ক্রয় সহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ী ও রাজনিতিবীদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলে নিজেই গুদামে ধান বিক্রি করতেন। এসব বিষয়ে সংবাদ প্রকাশের পরও সিন্ডিকেট চক্রের সাথে সক্রিয় থাকার একাধিক অডিও এসেছে এই প্রতিনিধির হাতে। একজন নারী কর্মকর্তার এমন দুর্নীতি নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি সরকারী সম্পত্তি বা অর্থ আত্মসাৎ এর বিষয় যেন শুধু বদলীর মাধ্যমে ধামাচাপা না হয়।
জানতে চাইলে বদলীর বিষয় নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামও।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host