সুনামগঞ্জের লাউরগড় সীমান্তে বিদেশি মদের চালান জব্দ

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

সুনামগঞ্জের লাউরগড় সীমান্তে বিদেশি মদের চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক
সীমান্তে বিদেশি মদের চালান জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)। সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় সীমান্ত এলাকার সাহিদাবাদ থেকে চালানটি জব্দ করা হয়।
রোববার অজ্ঞাত নামা মাদককারবারিদের আসামি করে তাহিরপুর থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে র‌্যাব-৯ সিলেটের দায়িত্বশীল অফিসার ওই তথ্য নিশ্চিত করেন।
মামলার সুত্রে জানা যায়, র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের বিজিবি হাবিলদার আব্দুল হামিদের নেতৃত্বে র‌্যাবের একটি টিম তাহিরপুরের লাউরগড় সীমান্ত এলাকার সাহিদাবাদ থেকে বিভিন্ন ব্রান্ডের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর