ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শাল্লায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে অফিসের ভেতরের শৌচাগারের দরজায় নিজের গায়ের শার্টে ফাঁস নেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই অফিস সহায়কের নাম পিপলু সরকার(৩৫)। তিনি একই উপজেলার ১নং আটগাঁও ইউপির মামুদনগর গ্রামের চিত্তরঞ্জন সরকারের বড় ছেলে।
শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার বলেন, আমি কিছুই জানি না। অফিসের কোনো বিষয় মনে হচ্ছে না।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পিপলু সরকার নিজের পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ঘটনা জানার পর আমি সেখানে গিয়ে দেখে এসেছি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host