ঢাকা ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা’র সভাপতিত্বে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ওসি(তদন্ত) ইরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) রুজেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, আব্দুল মজিদ কলেজের প্রভাষক বাদল চন্দ্র রায়, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রায়, দরগাপশা ইউপি সদস্য মাসুক আলী ও জয়কলস ইউপি সদস্য জাহির আলী প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host