ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মার পিতা সঙ্গীতশিল্পী অতুল চন্দ্র শর্মা আর নেই। সোমবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে অতুল চন্দ্র শর্মা স্ত্রী রাধারনী শর্মা তিন ছেলে অজয় কুমার শর্মা, অপূর্ব শর্মা ও অমৃত শর্মা এবং এক মেয়ে রতœা রানী শর্মাসহ অসংখ্য আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মার পিতার মৃত্যুতে গভীল শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসকাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলসহ নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা বলেন, সঙ্গীতশিল্পী অতুল চন্দ্র শর্মা স্বীয় কর্মের মাধ্যমে তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়াও নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানা যায়, রোববার রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অতুল শর্মা। সাথে সাথেই তাকে মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। সোমবার (৭ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিনাকান্দি গ্রামের পারিবারিক শশ্মানঘাটে তাঁর অত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host