ভিডিপি’র মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

ভিডিপি’র মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

সিলেট মহানগরের আখালিয়াস্থ জেলা আনসার-ভিডিপি’র কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৩০ জন মহিলা ভিডিপি সদস্যাদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার ২য় ধাপে ৭০ দিন মেয়াদী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমপানী অনুষ্ঠানে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্স অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম।

বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমপানী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ফয়সাল আহমেদ।

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কোর্সেল উপ-অধিনায়ক, প্রশিক্ষণ কর্মকর্তা ও কোয়ার্টার মাস্টার হিসেবে ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া, বিএইচএম হিসেবে গোয়াইনঘাট উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ মুকুল খানম, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগীয় প্রশিক্ষক বিপ্লব চন্দ্র সাহা, বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক ছিলেন সাহাবুল মিয়া, প্রশিক্ষণার্থীদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা হয়ে প্রথম তিন জনকে পুরস্কৃত করেন।

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলাকালীন সময় সিলেট বিভাগীয় আনসার ভিডিপি রেঞ্জ পরিচালক সারোয়ার জাহান চৌধুরী প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম বলেন, আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে আনসার-ভিডিপি বাহিনী। তৃণমূল পর্যায়ে জনগোষ্ঠিকে আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। আনসার-ভিডিপি বাহিনীতে পুরুষের পাশাপাশির মহিলাদেরকেও সমান্তরালে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনগোষ্ঠিতে রূপন্তর করে যাচ্ছে। চাকুরী পেতে ব্যর্থ হলে এর জন্য চাকুরীর পিছনে ছুটাছুটি না করে এক একজন প্রশিক্ষণার্থীকে উদ্যোক্ত হওয়ার পরামর্শ দেন। নতুন কর্মস্থানের সৃষ্টি করে চাকুরী, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাক্ষেত্রে কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার আহবান জানান।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে কম্পিউটার প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এ প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগিয়ে যেমন নিজেদের কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণসহ এম.এস ওয়ার্ড, এম.এস এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট ব্যবহার ও সফটওয়্যার ব্যবহারের বিভিন্ন কলাকৌশ সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর