আওয়ামী লীগে যাইনি, আমার রক্তে বিএনপি : শফি চৌধুরী

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

আওয়ামী লীগে যাইনি, আমার রক্তে বিএনপি : শফি চৌধুরী

নিজস্ব প্রতিবেদন
আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া ইনাম আহমদ চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করছেন কি না এমন গুঞ্জন এখন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী-কে নিয়ে। তিনি মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের সাথে দেখা করতে তাঁর সিলেটস্থ বাসভবনে যান এবং ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

রাতেই মোমেনকে ফুল দিয়ে অভিনন্দনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শফি আহমদ চৌধুরীও কি ইনাম আহমদ চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করছেন? জনমনে এমন প্রশ্নের উদ্রেক হয়।

তবে সবরকম প্রশ্ন ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শফি আহমদ চৌধুরী জানান, ‘সৌজন্য সাক্ষাৎ কিংবা রাজনৈতিক কোন ফায়দা লাভের উদ্দেশ্যে আমি মোমেনের বাসায় যাইনি। সিলেটের একজন মন্ত্রী হিসেবে আমি তাঁর কাছে গিয়েছিলাম যাতে নির্বাচনের জের ধরে আমার যেসব নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে এবং আমার যেসব নেতাকর্মী এখনো কারাগারে বন্দী আছে তাদের যেনো ছেড়ে দেওয়া হয়। এসব অনুরোধ করতেই আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম।’

আওয়ামী লীগে যোগদান করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘মোমেনের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে সত্য। মোমেনের সাথে দেখা করেছি বলেই যে আমি আওয়ামী লীগে যোগদান করেছি-এরকম প্রোপাগান্ডা সত্য নয়। আমি এর আগেও এরশাদ সরকারের আমল ছাড়াও অন্য সরকারের আমলেও মন্ত্রীত্বের প্রস্তাব পেয়েছিলাম। আমার রক্তে বিএনপি। বিএনপি ছাড়া অন্য কোন দলের সাথে রাজনৈতিক স¤পৃক্ততা চিন্তা করতে পারিনা।’

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে সিলেট-১ আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া ইনাম আহমদ চৌধুরীও তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল মুহিত ও ড.একে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। পরবর্তীতে চূড়ান্ত মনোনয়ন না পেয়ে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

আলোচনা-সমালোচনা যাই থাকুক না কেনো সিলেটে যে সম্প্রিতীর রাজনীতি বিরাজ করছে তা আরেকবার প্রমাণিত হলো। মোমেনের হাতে ফুল দিয়ে শফি চৌধুরীর অভিনন্দন জানানো বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন শান্তিপ্রিয় সিলেটবাসী।

সর্বশেষ ২৪ খবর