ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
বিলাল উদ্দিন, গোয়াইনঘাট
“মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঠ্যবিষয়ভিত্তিক এ পরীক্ষায় উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় এক হাজারের মত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে শৃঙ্খলা বজায় রাখা হয় এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা। মেধাবী শিক্ষার্থীদের বাছাই ও শিক্ষার মানোন্নয়নে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষানুরাগীরা।
বৃত্তি পরীক্ষার আয়োজক সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”
হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়ক রিয়াজ উদ্দিন বলেন, প্রতি বছরই আমরা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে এ ধরনের পরীক্ষা আয়োজন করি। খাতা মূল্যায়ন শেষে দ্রুতই বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে।”
স্থানীয় শিক্ষাঙ্গনে সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host