ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটে একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে ককটেল সদৃশ বস্তু, পুলিশের গুলি ও বিভিন্ন ধরণের বিস্ফোরক ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরের টিলাগড় কালাশীল এলাকার মৃত আবদুল মালিকের মালিকানাধীন ‘জাহাজ বিল্ডিং’ নামীয় ভবনের তৃতীয় তলার ৩০৪ নম্বর ইউনিটের একটি পরিত্যক্ত রুম থেকে এসব গুলি ও বিস্ফোরক গোয়েন্দা পুলিশ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ‘জাহাজ বিল্ডিংয়ে’ অভিযান চালায়।
এসময় ওই বিল্ডিংয়ের একটি পরিত্যক্ত রুম থেকে লাল ও কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১১টি ককটেল সদৃশ্য বস্তু, পুলিশের নামে বরাদ্ধকৃত ৬টি সাদা রঙের রাবার বল এবং সবুজ ও লাল রঙের ১১টি লিডবল কার্তুজ, তারযুক্ত ৪টি এলইডি লাইট, ২টি ইলেকট্রিক রেসিস্ট্যান্ট, লাল রঙের বারুদযুক্ত সলতে ২টি, আতশবাজির বারুদযুক্ত ১০টি স্টিক ও ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার উদ্ধার করা হয়।
তবে ওই রুমে কারা এগুলো রেখেছে তা তাৎক্ষনিক সনাক্ত করা সম্ভব হয়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host