ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে একটি এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যাতে এখানকার তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সামগ্রিক চেহারা বদলে যাবে এবং প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদ সিলেট এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৮৭৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ৩৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
মুক্তাদির বলেন, এবারের নির্বাচন সিলেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়েছেন এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সিলেটে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, ভালো ফলাফল নিয়েও অনেক তরুণ-তরুণী চাকরি পাচ্ছে না। স্থানীয় অর্থনীতি মূলত দোকানপাট ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে এবং আইটি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। “সিলেটের অনেক তরুণ ইতোমধ্যে বিদেশি প্রতিষ্ঠানে অনলাইনে কাজ করছে। সরকারি সহায়তা ও অবকাঠামো পেলে এই খাত আরও প্রসারিত হবে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু।
এদিকে, শনিবার সকাল ১০টায় ২১,২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রদক্ষিণ করে গণসংযোগ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রচারণা উৎসবমুখর রূপ নেয়। প্রচারণাকালে বিভিন্ন এলাকায় নারী ও শিশুরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পথচারীরা হাততালি দিয়ে স্বাগত জানান। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সৈয়দ বাবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host