ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বিশাল জনসভা ও প্রচারমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিলেট জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ডক্টর মো. এনামুল হক চৌধুরী বলেছেন- উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর বড় গুণ হলো- তিনি আমাদের দলের প্রধান তারেক রহমানের খুবই আস্থাভাজন। আমাদেরকে তারেক রহমানের সেই আস্থার প্রতিদান দিতে হবে, ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে এমরান আহমদকে বিজয়ী করতেই হবে।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন- বহুল জনপ্রত্যাশার একটি নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৫টি বছর দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অপরদিকে গণঅভ্যুত্থানের পর থেকে কয়েকটি মহল আগামী নির্বাচনও বানচালের চেষ্টা করছে। কিন্তু ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ হয়ে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ধানের শীষে সিল মেরে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
তিনি আরও বলেন- বিএনপি দেশ গড়তে ৩১ দফার সুপরিকল্পনা করেছে। কিন্তু একটি দলের দেশ নিয়ে কোনো পরিকল্পনাই নেই। সকাল থেকে রাত পর্যন্ত তাদের শুধু পরচর্চা। বিএনপি কী করেছে, তারেক রহমান কী করেছেন- শুধু এমন বক্তব্য দিয়েই বেড়াচ্ছে তারা। সারা দেশে এরা প্রতিহিংসার বিষবাষ্প ছড়াচ্ছে। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এদের রুখে দিন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর জন্য যোগ্য সেবক বাছাই করেছে বিএনপি। তাকে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়নের দায়িত্ব তাঁর কাঁধে ন্যস্ত করে দিন।
সিলেট-৬ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- আমাদের অভিভাবক খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় আমাকে মনোনয়ন দিয়ে গেছেন। তারেক রহমানও আমার উপর আস্থা রেখেছেন। আগমী নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষকে বিজয়ী করে তাদের মূল্যায়ন করুন। আগামীর সরকার ইনশা আল্লাহ বিএনপির। তাই এই দুই উপজেলার উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন। আমি আপনাদের এলাকার সন্তান-ভাই-ভাতিজা। দীর্ঘ ২৫টি বছর ধরে আপনাদের ঘরে ঘরে আমি যাচ্ছি। দুই উপজেলার সব সমস্যা আমার হৃদয়ে গেঁথে নিয়েছি। এবার শুধু সমাধানের সুযোগ প্রদান করুন। সংসদে গিয়ে আপনাদের ঘরে ঘরে গ্যাস দেওয়ার কথা বলতে চাই। আপনার এলাকার অবকাঠামোগত উন্নয়নের কথা বলতে চাই। শিক্ষা-স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই। আরও প্রতিশ্রুতি দিলাম- বিজয়ী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনাদের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নিয়ে আসবো ইনশা আল্লাহ।
তিনি আরও বলেন- কেউ কেউ পুলিশের ব্যাপারে অতিরঞ্জিত বলে আপনাদেরকে প্রলোভন দেখাতে চাচ্ছেন। মূলত পুলিশি কাজে বাঁধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তবে পুলিশ যাতে নির্দোষ মানুষকে হয়রানি না করে, সেদিকে আমরা নজর রাখবো। সেটি নির্বাচিত হলেও করবো, না হলেও করবো। আপনারা জানেন- আমি আদালতপাড়ার মানুষ। আপনারা সর্বাত্মক আইনি সহায়তা পাবেন আমার কাছ থেকে।
এমরান আহমদ চৌধুরী বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন। শ্রদ্ধা জানান শহিদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং তার সহধর্মীনী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান মরহুমা খালেদা জিয়ার প্রতি।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাডভাইজার অ ম ওহিদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাড. মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসীন শারমিন তামান্না, সাবেক সভাপতি ছালেহা কবীর শেপি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট জেলা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালউজ্জামান হেলাল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিল মুরশেদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমদ, যুগ্ম-আহবায়ক শাহজাহান আহমদ ও শাহানুর আহমদ প্রমুখ।
এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
জনসভার পর ঢাকাদক্ষিণ থেকে গোলাপগঞ্জ পৌরসদর অভিমুখে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host