ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জৈন্তাপুর আশরাফুল উলুম নিজপাট মাদ্রাসার থেকে র্যালিটি শুরু হয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ ঘুরে জৈন্তাপুর রেজিস্ট্রারি মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হুজায়ফা আল হিলাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, সিলেট ৪ আসনের খেজুর মার্কার প্রার্থী জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, সিনিয়র সহসভাপতি জননেতা মাওলানা কবির আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. জমিয়ত নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফয়জুল ইসলামম মাওলানা ফারুক আহমদ, জননেতা এইচ এম মাসউদ আজহার, হাফিজ মাওলানা আবুল হুসেন, হাফিজ আনোয়ার, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মস্তাক আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া. হাফিজ জুনেদ আহমদ, তাজ উদ্দীন মাসরুর, গোলজার আহমদ প্রমুখ।
জমিয়তের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এসময় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জৈন্তাপুর বাজার।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ছাত্রসমাজ গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host