ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
ঝরনা তরুণ সংঘের কার্যকরি কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সংঘের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝরনা তরুণ সংঘের কার্যকরি কমিটির সভাপতি সাজুওয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মালেক আহমদ, সহ সাধারণ সম্পাদক মামুন আহমদ, অর্থ সম্পাদক মিলাদ আহমদ, প্রচার সম্পাদক কাওসার আহমদ, জাকির খান, সহ প্রচার সম্পাদক নিজামুল হক সায়েম, ফয়সল আহমদ, এবাদ আহমদ, ফেরদৌস আহমদ, শিমুল আহমদ, নিয়ামুল হক, রুহেল আহমদ প্রমুখ।
সভায় সংগঠনের কোষাধ্য বার্ষিক রিপোর্ট পেশ করেন। সভায় আগামী ফেব্র“য়ারীর প্রথম সপ্তাহে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বলা হয়, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী প্রদান করেছেন। ফলে আমাদের এলাকায়ও সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকমুক্ত রাখতে সংগঠনের সব সদস্যদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সভায় এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধান কল্পে ও সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সভাপতি মো. সাজুওয়ান আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host