ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯
সড়কে শৃঙ্খলা ফেরাতে ফের সিলেট নগরীতে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার দিনভর অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে ১০ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
মোটরসাইকেল ও চালকের বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট না থাকা, দুইজনের অধিক যাত্রী পরিবহনসহ বিভিন্ন অপরাধে এই ১০ চালকের বিরুদ্ধে মামলা করা হয়।
মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সুত্রে জানা যায়, সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় নাগরিক সচেতনতা ও অবৈধ যানবাহন বিরোধী অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় বুধবার বিকেলে নগরীর তালতলা পয়েন্টে অভিযান চালানো হয়।
এসময় ট্রাফিক আইন না মানায় দশ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা এবং আরো কয়েকজন চালককে মৌখিক সতর্ক করে দেওয়ার পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার আহবান জানানো হয়।
মহানগর পুলিশের পরিদর্শক (ট্রাফিক) হাবীব হোসেন জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host