ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ জি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারি শনিবার। দিনটি ঘিরে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টায় মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। হযরত শাহজালাল র. মাজার প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খতমে কুরআন। বাদ যোহর হযরত শাহজালাল রহ: দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া। মিলাদ মাহফিল ও দোয়া শেষে মরহুমের কবর জিয়ারাত।
কর্মসূচিতে ওসমানী অনুরাগীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছে সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল এডভোকেট। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host