ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জার্মানী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এটিই প্রথম বিদেশ সফর। সফরকালে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জার্মান চ্যান্সেলরসহ বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা।
এই সফরে প্রধামন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যোগ দিচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
সফরসঙ্গী হওয়ায় প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শফিকুর রহমান চৌধুরী। একই সাথে সফলভাবে এই সফর সম্পন্ন হওয়ার জন্য নেতাকর্মীসহ সকলের দোয়া কামনা করেছেন তিনি। আগামী ১৭ ফেব্রæয়ারি এ সফরকারী দলের দেশে ফেরার কথা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host