ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সম্প্রতি সংস্থার নির্বাহী পরিচালক মো. সামসুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিতে কমিটিতে সভাপতি হয়েছেন কবির আহমদ খান, সেক্রেটারি আবু হুরায়রা জাবের চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুহাম্মদ অলিউর রহমান।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, সহ-সভাপতি সাদ উদ্দিন সাদিক ও ইশতিয়াক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তামিদ আব্দুল্লাহ চৌধুরী ও মো. সরওয়ার খান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, সহ-দপ্তর সম্পাদক শাসুল আলম, অর্থ সম্পাদক কামাল মিয়া, সহ-অর্থ সম্পাদক সানিয়াত চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মো. ইমাম হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হাবিবুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, সমাজসেবা সম্পাদক মারুফ আহমদ এবং নির্বাহী সদস্য মো. আইয়ূব আলি, মো. ইউসুফ হাসান ও ময়নুল ইসলাম।
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host