ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয়ধাপে সিলেটের ১২টি উপজেলা ভোটগ্রহণ শেষ হয়েছে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনাও শেষ পর্যায়ে। এখন পর্যন্ত হাতে আসা ফলাফলে আওয়ামী লীগের ৮ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী ৪ প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।
সোমবার (১৮ মার্চ) রাত সোয়া ৮টায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে। তাতে সিলেট সদর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এস এম নুনু মিয়া, বালাগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আবু জাহিদ, জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী এবং জৈন্তাপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ, ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ এবং বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব বিজয়ী হয়েছেন
তবে এখন পর্যন্ত তাদের প্রাপ্ত ভোটের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host