সিলেটে জাতীয় গণহত্যা দিবস পালন : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

সিলেটে জাতীয় গণহত্যা দিবস পালন : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক প্রতিবেদন
জাতীয় গণহত্যা দিবসে সারা দেশের ন্যায় সিলেটেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে ২৫ মার্চের কালো রাত্রির বিভীষিকাময় মুহ‚র্তের কথা তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভার আয়োজন করা হয়। সেসব অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, সূধীসমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত এবং মুক্তযুদ্ধকালীন সময়ে সিলেটের বিভিন্ন অঞ্চলে উত্তাল সময়ের কথা বর্ণনা করেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিতে বীর বাঙালির আত্মত্যাগের কথা গভীরভাবে ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৫শে মার্চ বাঙালি জাতির জন্য একটি শোকাবহ দিন। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির ওপর ঝাপিয়ে এক নারকীয় পরিবেশের জন্ম দেয়। তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত নিরীহ বাঙালির ওপর আক্রমণ করে স্বাধীনতাকে রুদ্ধ করতে ঘৃণ্য পথের আশ্রয় নেয়। সারাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করে রক্তের খেলায় মেতে ওঠে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বাঙালি দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়। নতুন প্রজন্মকে এ থেকে শিক্ষা নিয়ে দেশের কল্যাণে দামাল ছেলেদের মত দেশপ্রেমে উদ্দীপ্ত হতে হবে।

এমসি কলেজ:
সোমবার ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুরারি চাঁদ কলেজ, সিলেট-এর উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ-এর সভাপতিত্বে ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমিশন প্রাপ্ত অফিসার মুহাম্মদ নূরুল হুদা।
বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান এবং গীতা থেকে পাঠ করেন প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক অঞ্জন সরকার। এছাড়া জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী অর্থাৎ ২৫ শে মার্চ কালরাতের ভয়াবহ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে নিহত শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ।

লিডিং ইউনিভার্সিটি:
গণহত্যা দিবস পালন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। ২৫ মার্চ ১৯৭১’র গণহত্যা দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটিতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গ্যালারিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক উপস্থিত ছিলেন।
আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এম. রকিব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সামস-উল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, ভারপ্রাপ্ত প্রক্টর মো: রাশেদুল ইসলাম।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মানফাত জাবিন হকের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি।
আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: ফজলে এলাহি মামুন।
আলোচনা সভায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি :
মেট্রোপলিটন ইউনিভার্সিটি জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা।
এসময় অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘পাকিস্তানী হানাদার বাহিনী কাপুরুষের মতো পূর্বপরিকল্পনা অনুসারে ঘুমন্ত বাঙালির ওপর নৃশংস হামলা চালায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালি জাতির জীবনে নেমে আসে এক মহাদুর্যোগ। পাকিস্তানিদের বর্বরতা বিশ্ব মানবতার ইতিহাসে এক ভয়ানক কালো অধ্যায়।’ তারা বলেন, ‘ভয়াবহ সেই গণহত্যা দিবস এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশকে জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।’

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ :
গণহত্যা দিবস উপলে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় অনুষ্ঠিত হয়।
সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্য ছাইদুর রহমানের সভাপতিত্বে ও শিক অনুরাধা রায়ের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েল্ডিংয়ের চীফ ইন্সট্রাক্টর বিশ্বজিৎ রায়, আ/এসির চীফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মো: সিদ্দিকুর রহমান, কার্পেন্ট্রির চীফ ইন্সট্রাক্টর প্রকোশলী মো: আজহারুল ইসলাম, গণিত ইন্সট্রাক্টর আব্দুল বারী সহ স্কুল ও কলেজের শিক-শিার্থী ও অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২৪ খবর