ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান বলেছেন, নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। বাঙালি জাতির সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের সোনালি অধ্যায় বৈশাখকে স্বাগত জানানোর মাধ্যমে পুরাতনকে ভুলে নতুনত্বের আহবানে মেতে ওঠে মানুষ। বাংলাদেশ ব্যাংকের এই আয়োজনের মাধ্যমে সবার হৃদয়ে এই চেতনাই জাগ্রত হবে।
বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে আয়োজিত বৈশাখী জলসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ হলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ সিলেটের বিভিন্ন তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেটের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ক্লাবের সভাপতি বিনয় ভূষণ রায়। ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকতারের স্বাগণ বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায় এবং বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মহাব্যবস্থাপক মাকসুদা বেগম। উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তীতে চট্টগ্রামে অনুষ্ঠিত ২৩তম বাংলাদেশ ব্যাংক আন্ত.অফিস ক্রীড়া, সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় সিলেট অফিসের পুরস্কারপ্রাপ্তদেরকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর শুরু হয় নববর্ষকে বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরী, মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী পরিচালক সিফাতুদ্দোজা মোহাম্মদ সগীর এবং জুয়েল কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠিত জলসায় বাংলাদেশ ব্যাংক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বৈশাখী গান ও নাচ, নৃত্যসহ কোরিওগ্রাফি, আইয়ুব বাচ্চুর ব্যান্ড সঙ্গীত পরিবেশিত হয়।
একক সঙ্গীত পরিবেশ করেন- বিজন রায়, অনিন্দিতা দে অর্পি, সূর্য লাল দাশ, ডা. পল্লবী রায় তৃণা, রত্না দত্ত রায়, শাহরিয়ার আলম রাহী। কবিতা আবৃত্তি করেন- জনতা ব্যাংক, সিলেটের মহাব্যবস্থাপক আসাদুজ্জামান খান এবং মলয় কান্তি পাল, বাঁশি বাজান সাগ্নিক তালুকদার। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে নববর্ষকে বরণের লক্ষ্যে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপমহাব্যবস্থাপক শান্তুনু কুমার রায়, মো. হারুনুর রশীদ, মো. আব্দুল হাছিব, ছৈয়দ আহমদ, শামীমা নার্গিস, মো. কমর উদ্দিন, নৃত্যরঞ্জন দত্ত পুরকায়স্থ, ডা. উম্মে কুলসুম, মাহবুবা খাতুন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host