গ্রাসরুটস ট্যুরিজমের ফ্রি চিকিৎসাসেবা ২৭ ও ২৮ এপ্রিল

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

গ্রাসরুটস ট্যুরিজমের ফ্রি চিকিৎসাসেবা ২৭ ও ২৮ এপ্রিল

ভারতের রুবি হসপিটালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করেছে গ্রাসরুটস ট্যুরিজম ।

আগামী ২৭ ও ২৮ এপ্রিল শনিবার বিকেল ৫টায় নগরের দরগাহগেইটস্থ নূরজাহান হাসপাতালে এ সেবা প্রদান করা হবে। ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দীপাঞ্জন মজুমদার ক্যান্সার, টিউমার জনিত রোগী দেখবেন এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. দীপাঞ্জন ভদ্র হাড়, মেরুদÐ, হাড় ক্ষয় রোগ জনিত রোগী দেখবেন।
গ্রাসরুটস ট্যুরিজম বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করবেন। এতে আগ্রহী রোগীরা ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করতে রেজিস্ট্রেশন ০১৭২০-৩৪৪৬৫৯ এই নম্বরে করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর