ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯
সিলেটে বসবাসরত বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছ।
শুক্রবার (২৪ মে) নগরের মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং লিডিং ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ মানবতার কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষাসহ শহরকে সুন্দর ও পরিচ্চন্ন রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
তিনি তাঁর বক্তব্যে সিলেটে অবস্থানরত বিভিন্ন জেলা ভিত্তিক সংগঠন সমুহ সম্পৃতির বন্ধনে আবদ্ধ থেকে সহাবস্থান করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ব্যবস্থাপক (বিপনন) ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও আমেরিকান ইয়েলো ই্উনিভার্সিটির ভিজিটিং কনসালটেন্ট এবং ইবসিনা হাসপাতালের ঠোট কাটা তালু কাটা ক্যাম্পের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমেদ, সিলেট এম.সি কলেজের সাবেক অধ্যাপক ও গ্রীণ জেম্স ইন্টারন্যাশনাল স্কুলএরঅধ্যক্ষ লেঃ (অবঃ) গোলামরব্বানী, এভারগ্রীনএকাডেমীর অধ্যক্ষা লতিফা জাহাঙ্গীর, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ গোলাপগঞ্জের ডি জি এম মামুন অর রশিদ, ফেঞ্চুগঞ্জ সার কারখানার সাবেক ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেন, ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া কার্যকরী পরিষদের সকল সদস্য ও সিলেটে অবস্থানরত দু’শতাধিক বরিশালবাসীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দোয়া ও ইফতার মাহফিলের আহবায়ক মাওলানা রুহুল আমিন। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আবদুস সবুর। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host