ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের সহযোগিতায় হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক সিলেট আন্তর্জাতিক গুম সপ্তাহ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৭ মে) সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ‘মায়ের ডাক : গুম বন্ধকর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্র্জাতিক গুম সপ্তাহের আলোচনা সভায় বক্তারা বলেন, গুমের শিকার মানুষদের স্বজনরা প্রিয়জনদের হারিয়ে দুঃসহ কষ্ট করে রেড়াচ্ছেন। ছেলের সন্ধান না পেয়ে কোন বাবা অসুস্থ হয়ে পড়েছেন, কেউ ভাই হারানোর বেদনা নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছে, কারো কারো পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এসব পরিবারের দুঃখ গুছাতে গুমহওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমানের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সিলেট আঞ্চলিক প্রধান ইকরামুল কবির।
মানবাধিকার কর্মী সোহেল ইবনে রাজার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন- নিখোজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডাঃ মঈন উদ্দিন, বোন তাহছিন শারমিন তামান্না ও নিখোজ জুনেদ আহমদের ভাই হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল।
আলোচনায় উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকি, মানবাধিকার কর্মী আলী আহসান হাবিব, সিনিয়র সাংবাদিক জেড.এম শামসুল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারন সম্পাদক মকসুদ হোসেন, সিলেট প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতি সম্পাদক নুর আহমদ, সদস্য দিগেন সিংহ, আলী বাহার, মাছুম পারভেস,শাবি’র কোম্পানীগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সাঈদ আহমদ, মিজানুর রহমান, আজহারুল ইসলাম খান সামী, মাছুম আহমদ শামীম, মোঃ এনামুল হক, সৈয়দ মিনহাজুর রহমান মাহীর, সমুজ আলী, নওশাদ আহমদ চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল কবির বলেন, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে। স্বজনরা তাদের গুম হওয়া ব্যক্তিদের দেখতে চায়। সরকার তাদের বের করে দিলে স্বজনদের নিয়ে ঈদ করতে পারবেন। ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন বলেন, অসুস্থ শরির নিয়ে এখানে এসেছি। দিনারের সন্ধান বারবার চাই কিন্তু ফল হচ্ছে না। সন্তান হারিয়ে পিতা এখন বাকরুদ্ধ। আমরা দিনারসহ গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চাই।
দিনারের বোন তাহছিন শারমিন তামান্না বলেন, আমার ভাইকে হারিয়ে আমরা খুব কষ্টে আছি। স্বজন হারানোর বেদনা বলে প্রকাশ করা যাবেনা। প্রশাসনের কাছে দিনারের সন্ধান দাবি করছি।
জুনেদ আহমদের ভাই হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল বলেন, ভাইকে হারিয়েছি। কিন্তু সাংবাদিকদের কাছে দাবি নিখোজ হওয়াদের নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করুন। কারণ প্রশাসনের মত সাংবাদিকরা হলে দেশ এগুবে কিভাবে। তিনি নিখোজ জুনেদের সন্ধান দাবি করেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ মুহিবুর রহমান বলেন, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চাই। আমরা ইলিয়াছ আলীসহ সিলেটে যারা গুম হয়েছেন, তাদের সন্ধান দাবি করছি। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host