ফুলকলির বিরুদ্ধে অভিযোগ : ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

ফুলকলির বিরুদ্ধে অভিযোগ : ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন
সিলেটে ফুলকলি ফুড প্রোডাক্টস্ লি: এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দায়ের করা অভিযোগের রায় ঘোষণা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।

মঙ্গলবার (২৮ মে) দুপুর সোয়া ১২টায় সিলেট জেলার সহ-পরিচালক ফয়েজ উল্লাহর উপস্থিতিতে এই শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে ফুলকলির পক্ষে উপস্থিত ছিলেন ডিজিএম জসিম উদ্দিন খন্দকার।

৩০ মিনিটের এই শুনানীতে উভয় পক্ষের মৌখিক বক্তব্য নেয়া হয়। শুনানী শেষে ফুলকলির বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। এ সময় ফুলকলিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আরোপ এবং ভবিষ্যতে এমন কাজ করা হবে না বলে মুছলেকা দেন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সাংবাদিক সলমান চৌধুরী জানান, সিলেটবাসীর স্বার্থে আমি এই অভিযোগ দায়ের করেছিলাম। এই রায় সিলেটবাসীর পক্ষে হয়েছে। ভোক্তা অধিদপ্তরকে এই সময় তিনি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,সিলেটিবাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ভোক্তা অধিদপ্তর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ভোক্তা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

প্রসঙ্গত, গত ৩ ই মে সিলেট নগরের নয়াসড়কস্থ ফুলকলি ফুড প্রোডাক্টস্ লি: শো-রুমে যান তিনি। এই সময় টিস্যু দিয়ে মুছে নষ্ট সমছা বিক্রি, শো-রুমের ভিতরে নোংরা পরিবেশ, মিষ্টির শোকেছে মাছির ঘুরাফেরা দেখতে পান। এ সময় তিনি ভিডিও ফুটেজ নিয়ে ম্যানেজারকে অবহিত করলে তিনি এই ব্যাপারে মুখ খুলতে চান নি।

ঐদিন জনসচেতনতার জন্য ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আপলোড করা হলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিলেটের অনেক ভূক্ত ভোগীরা জানান তাদের অভিযোগ। অনেকেই আবার সিলেটের ফুলকলি বিভিন্ন শাখা থেকে নেয়া ফাষ্টফুডের উপরে তেলাপোকা, মিষ্টির উপরে বসা মাছির ছবি এবং ভিডিও ফুটেজ প্রকাশ করেন। এই নিয়ে পুরো সিলেটবাসীর মধ্য চাপা ক্ষোভ সৃষ্টি হয়। এইসব ভোক্তভোগীদের নানা অভিযোগসহ নিজের অভিযোগ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন তিনি।

গত ৬ মে সাংবাদিক সলমান আহমদ চৌধুরী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ’র হাতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ ২৪ খবর