মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগরের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগরের ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট আঞ্চলিক সমন্বয়কারী ও মহানগর শাখার সভাপতি মো. আব্দুল মন্নানের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাসুম এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় গভর্ণর ও সিলেট জেলা শাখা সভাপতি ড. আর কে ধর।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগের বিশেষ প্রতিনিধি ফারুক আহমেদ শিমুল।

উপস্থিত ছিলেন- সিলেট মহানগর শাখার সহ সভাপতি মো. আব্দুল ওয়াহিদ, মো. সাহাব উদ্দিন, ফখরুল আলম তালুকদার, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুহিন চৌধুরী ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মহসিন জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুহিন চৌধুরী ফরহাদ, সাস্থ বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক এনাম, কোম্পানিগঞ্জ উপজেলা শাখার নির্বাহি সভাপতি মো. ওমর ফারুক, সদর উপজেলা সভাপতি শিশির রন্জন সরকার, বিয়ানীবাজার উপজেলার সভাপতি আতাউর রহমান আতাই, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মো. আদিল, সিলেট কোতোয়ালী থানা শাখা সভাপতি মো. ফারহান আহমদ, আব্দুল মুকিত শাহিন, হাফিজুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর