জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকীতে জেলা ও মহানগর যুবদলের দোয়া

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকীতে জেলা ও মহানগর যুবদলের দোয়া

বাংলার রাখাল রাজা, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ মে) বাদ আসর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি শেখ মখন মিয়া, মহানগর বিএনপির সহ সভাপতি মুফতি বদরুন্নুর সায়েক, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ বাবু,জেলা ও মহানগর যুবদল নেতা হাজি মামুন আল রশিদ হেলাল, মুহিবুর রহমান মহির, আজিজুর রহমান আজিজ, জাকির হোসেন, ফয়সল কামরান হেলন, মোজাম্মেল হোসেন সাদ্দাম, কাওছার আহমদ নামর, সেলিম আহমদ, চমক আলি, বাবুল মিয়া, রুস্তম আলি ফরাজি, ফারুক আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর