ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯
ক্লাবফুট মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্ব ক্লাবফুট দিবসে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগিতায় ও ওয়াক ফর লাইফের সহায়তায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টায় র্যালিটি এম. এ. জি ওসমানি মেডিকেল কলেজ এলাকার বিভিন্ন ফটক প্রদক্ষিণ করে প্রধান গেইটে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অর্থোপেডিক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডা: কামরুল আলম, ডা: শ্যমল, ডা: অমিত ও অন্যান্য ডাক্তার বৃন্দ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সিলেট এলিগেন্স ক্লাবের রোটারিয়ান পি পি আলপনা, রোটারিয়ান শাকুর, রাগিব রাবেয়া প্রতিবন্ধি ইন্সিটিউটের প্রিন্সিপাল পপি ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সিলেটের ওয়াক ফর লাইফের ইনচার্জ ফিজিও চিকিৎসক মারুফ আহমদ চৌধুরী, কাউন্সিলর এনামুল ও ক্লাবফুট মুক্ত শিশুদের পিতামাতা, অভিভাবক, হাসপাতালের কর্মকর্তাসহ প্রায় সহস্রাধিক লোকের অংশগ্রহণে র্যলিটি প্রাণোবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য যে, ২০১০ সালের জুন মাস হতে অত্র হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগীতায় দি গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত ‘ওয়াক ফর লাইফ’জন্মগত পা বাকা শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এ কার্যক্রম দ্বারা এ পর্যন্ত ১০৫৩ টি শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host