ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট-সুনামগঞ্জ সড়কে এবার যাত্রা শুরু করলো শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস। বুধবার সকালে এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এখন থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রতিদিন দুটি এসি বাস যাওয়া-আসা করবে বলে জানিয়েছেন বিআরটিসি সিলেট অফিসের কর্মকর্তা ওয়াহিদ শোয়াইব।
যাত্রী সেবা বৃদ্ধির লক্ষ্যে গত ৩ জুন সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিআরটিসি বাস চালুর প্রতিবাদে পরদিন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। কিন্তু শেষ পর্যন্ত ৪ জুন আধাবেলা কর্মসূচি পালনের পর ধর্মঘট স্থগিত করেন তারা।
এদিকে, বিআরটিসি বাস বন্ধের দাবিতে আগামী ২৪ জুন থেকে সিলেট বিভাগের চার জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। ধর্মঘটের এই হুমকির মধ্যেই সিলেট-সুনামগঞ্জ সড়কে নন এসির পর এবার চালু হলো এসি বাস সার্ভিস।
সিলেট থেকে সুনামগঞ্জ নন এসি বাসের ভাড়া ১১০ টাকা ও এসি বাসের ভাড়া ১৮০ টাকা ধার্য্য করা হয়েছে বলে বিআরটিসি সূত্র নিশ্চিত করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host