ওসমানী হাসপাতালে নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

ওসমানী হাসপাতালে নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

নির্মাণ ব্যয় ১০ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০তলা নতুন ভবনের কাজ শুরু হয়েছে। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। হাসপাতালের সেবা কার্যক্রম আরো বিস্তৃত করতেই ভবনটি নির্মাণ করা হচ্ছে। এরপর ১৫তলা বিশিষ্ট আরও একটি ভবন নির্মানেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ জুন) ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ইউনুছুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. নাজমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নঈম মোহাম্মদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ।

ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান জানান, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনটি নির্মিত হচ্ছে। এই ভবন নির্মিত হলে হাসপাতালের সেবা কার্যক্রম আরো বিস্তৃত হবে। পুরনো ভবনে রোগীদের স্থান সংকুলান না হওয়ায় নতুন এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ১৫তলা আরও একটি ভবন নির্মাণের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর