মাতৃদুগ্ধ বিকল্প আইন বিধিমালা বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

মাতৃদুগ্ধ বিকল্প আইন বিধিমালা বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)-এর উদ্যোগে ও জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত ‘মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিক ভাবে প্রস্ততকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন) আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ বিষয়ে উদ্বদ্ধুকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সিলেটের সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আইন মানুষের কল্যাণেই তৈরি করা হয়। আইনের ধারা উপ-ধারা যত সহজ ও বাস্তবসম্মত হবে মানুষ তত সহজভাবে গ্রহণ করবে। আর যত কঠিনভাবে উদ্যোগ নেয়া হবে কার্যকর করাও তেমনি কঠিন হবে। মাতৃদুগ্ধ বিকল্প আইনের আওতায় সকলকে আনতে হলে প্রথমে নিজের দূর্বল অবস্থানকে ঠিক করতে হবে। বাজারে শিশুখাদ্যের নামে যে সব দুধ বিক্রি হয় তার কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ বিষয়ে জনকল্যাণ তথা সচেতনতার জন্যে ব্যবসায়ী তথা চেম্বার যৌথভাবে কাজ করা উচিত।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেনের পরিচালনায় সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোছা. খাদিজুতুল কুবরা। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (সিসি) রিজিওনাল কনসালটেন্ট ডা. উমর গুল আজাদ, সিলেট বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অব. ও গাইনি ) ডা. সালমা আক্তার। সভায় মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ বিষয়ে উদ্বদ্ধুকরণ সভায় কিনোট পেপার উপস্থাপন করেন সিলেট বিভাগের ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের ডিভিশনাল কো-অর্ডিনেটর অপুর্ব সজীব চৌহান।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সিলেট বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের সহকারী প্রকৌশলী রতন লাল সাহা, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়োজিদ খান।

সভাপতির বক্তব্যে ডা. হিমাংশু লাল রায় আরো বলেন, স্কুল, কলেজ, ভার্সিটিতে সচেতনতামূলক প্রচার প্রচারনা বাড়াতে হবে। নীতিমালা তৈরি করে খাবারের নিয়ম কানুন বাজারে প্রচার করতে হবে। মানুষের মাঝে সচেতনতা গড়ে করে তুলতে হবে। কারণ আজকের সঠিক সূচনাই হচ্ছে আগামী দিনের সম্ভাবনা। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর