অবশেষে ২১ সেপ্টেম্বর হতে যাচ্ছে সিলেট চেম্বার নির্বাচন

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

অবশেষে ২১ সেপ্টেম্বর হতে যাচ্ছে সিলেট চেম্বার নির্বাচন

ডেস্ক প্রতিবেদন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০১৯-২০২১ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। চেম্বারের নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের এক যৌথ সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। আগামী ২১ সেপ্টেম্বর (শনিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন আয়োজনের লক্ষ্যে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

২৫ জুন (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ ও অ্যাডভোকেট মো. জুনেল আহমদ, আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, সদস্য অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক হারুন আল রশিদ দিপু।

সভায় সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ সিলেট চেম্বারের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর