ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
সিনিয়র সাংবাদিক, কলামিস্ট আব্দুল লতিফ নুতন সিলেট থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের কন্ঠের সহকারী সম্পাদক হিসেবে গতকাল ১৫ জুলাই যোগদান করেছেন। দৈনিক বিজয়ের কন্ঠের সম্পাদক ও প্রকাশক জে.এ কাজল খান এ নিয়োগ দেন।
তিনি বর্তমানে দৈনিক বিজয়ের কন্ঠের পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও এশিয়ান টিভিতে কাজ করছেন।
তিনি ইতিপূর্বে সিলেট ও ঢাকার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। সাংবাদিক আব্দুল লতিফ নুতন ৮০ দশকের শেষের দিকে ছাত্র জীবন থেকে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। ইতিপূর্বে প্রতিষ্ঠালগ্নে সিলেট থেকে প্রকাশিত দৈনিক সবুজ সিলেট পত্রিকার সহকারী বার্তা সম্পাদকের দায়িত্ত্ব পালন করেছেন। এছাড়া তিনি আমেরিকা থেকে সম্প্রচারিত মিলিনিয়াম টিভি, ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের সূর্যোদয়, দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের সময়, দৈনিক বর্তমান, দৈনিক মাতৃভূমি, দৈনিক রুপালী, বার্তা সংস্থা নিউজ মিডিয়াসহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিকে কাজ করেছেন।
সাংবাদিক, কলামিস্ট আব্দুল লতিফ নুতন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মছকাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। দুই সন্তানের জনক লতিফ নুতন দায়িত্ত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host